21 December, 2024

BY- Aajtak Bangla

 এই গুণ শিখুন সিংহের থেকে, শত্রুর ছাতি মাড়িয়ে জিতবেন: চাণক্য

বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, কূটনীতিক আচার্য চাণক্য। তাঁর নীতিকথা মেনে চললে জীবনে সাফল্য আসতে বাধ্য। 

প্রকৃতি থেকেই মানুষকে সাফল্য পাওয়ার কৌশল শিখতে হবে। সেটাই লিখে গিয়েছেন চাণক্য। কী সেই ফর্মুলা? 

জঙ্গলের রাজা সিংহের এমন একটি গুণ চাণক্য বর্ণনা করেছেন যা যে কোনও মানুষকে সফল করে তোলে।

আচার্য চাণক্য বলেছেন, কোনও ব্যক্তি যদি সিংহের কাছ থেকে এই একটা গুণ শেখে, তাহলে তার উন্নতি হতে বাধ্য।

চাণক্যের মতে, সিংহের মতো ক্ষমতা ও শক্তি ব্যবহার করা জীবনে খুবই গুরুত্বপূর্ণ।

কোনও মানুষ যখন নিজের পুরো শক্তি উজাড় করে দেয়, তখন সেই কাজ সফল হতে বাধ্য। কেউ চাইলেও তাঁর দোষ খুঁজে পায় না।

সিংহ যেভাবে শিকারের সময় মনোযোগ ও সম্পূর্ণ শক্তি কাজে লাগায় সেটাই করতে হবে মানুষকে। তাহলেই সাফল্যের সিঁড়ি বেয়ে উঠবেন।

চাণক্যের মতে, সিংহের মতো মুরগির কাছ থেকেও একটি গুণ শিখতে পারেন মানুষ।

চাণক্যের মতে, কোনও ব্যক্তির মুরগির কাছ থেকে শেখা উচিত যে সকালে ঘুম থেকে উঠতে হবে। সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হতে হবে।

মুরগির কাছ থেকে এই গুণ শিখলে সাফল্যের শিখরে পৌঁছনো থেকে কেউ আটকাতে পারবে না।