BY- Aajtak Bangla

ছেলেরা ভুল করেও এই ৪ কথা কাউকে বলবেন না, সাফল্য অধরাই থাকবে কিন্তু

12 APRIL, 2024

 নীতিশাস্ত্রে এক জনপ্রিয় নাম চাণক্য। জীবনের চলার পথকে সুগম করতে অনেকেই চাণক্যের নীতি মেনে চলেন।

বিভিন্ন বিষয়ে চাণক্য নানা মত প্রকাশ করেছেন । চাণক্য বলছেন ছেলেদের কিছু কথা বাইরে প্রকাশ করা উচিত নয়।

অনেক সময় আমরা অনেক কথার গুরুত্ব বুঝতে না পেরে সকলের সামনে সেই কথা বলে ফেলি। এর ফলে কখনও কখনও আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উপর প্রবল প্রভাব পড়ে।

তাই চাণক্য বলছেন এই কয়েকটি কথা ছেলেদের কখনই বাইরে আলোচনা করতে নেই। সেগুলি কী কী জেনে নিন-

চাণক্য প্রথমেই বলছেন যে, ছেলেদের কখনই নিজের আর্থিক ক্ষতির কথা বাইরের কারোর কাছে বলা উচিত নয়।

ছেলেদের কখনই নিজের মনের কষ্টের কথা কাউকে বলতে নেই। কারণ, এখনকার সময়ে সকলেই অন্যের কষ্টে আনন্দ বোধ করেন।

তাই ছেলেদের কখনই নিজের মনের কথা বাইরের লোকেদের বলা উচিত নয়।

একজন পুরুষের কখনই বাড়ির মহিলার সঙ্গে ঝগড়ার কিংবা ভালো-মন্দ আচারণের কথা বাইরের কারোর কাছে বলা উচিত নয়।

চাণক্য তাঁর নীতির মধ্যে বলেছেন, পুরুষদের কখনই খারাপ মানুষদের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। খারাপ মানুষরা সবসময় মানুষকে আঘাত করতে পছন্দ করে। তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখুন।