BY- Aajtak Bangla
16 NOVEMBER 2024
সকলেই চান সফল হতে। কিন্তু সফল হব বললেই হওয়া যায় না। সাফল্য পেতে হলে অনেক কসরত করতে হয়।
কিছু বিশেষ গুণ রপ্ত করতে পারলেই হাতের মুঠোয় আসবে সাফল্য।
জীবনে সফল হওয়া নিয়ে নানা পরামর্শ দিয়েছেন পণ্ডিত চাণক্য।
চাণক্যের মতে, যে সন্তান বাবা-মায়ের সবসময় খেয়াল রাখবেন তাঁর জীবন সবসময় সুখে কাটবে। . .
সাফল্যের পরামর্শ দিতে গিয়ে সিংহের উদাহরণ টেনেছেন চাণক্য। . .
সিংহকে পশুরাজ বলা হয়। সিংহের একটি বিশেষ গুণ রয়েছে। এই গুণের কথাই বলেছেন চাণক্য। জেনে নিন...
চাণক্যের মতে, সিংহ সবসময় শিকারের উপর তার চোখ রাখে। শিকারের উপর তার সবসময় মনোযোগ থাকে। ।
এই উদাহরণ টেনে চাণক্য বলেছেন, মানুষকেও তার লক্ষ্যপূরণের জন্য মনোযোগী হতে হবে।
চাণক্যের মতে, লক্ষ্যের উপর সবসময় সজাগ থাকতে হবে, মনোযোগী হতে হবে। তবেই আসবে সাফল্য।