BY- Aajtak Bangla

সাপের এই গুণ রপ্ত করলে  শুধুই সাফল্য আসবে, বলেছেন চাণক্য

30 May  2024

দেশের পণ্ডিত বলা হয় চাণক্যকে। জীবনে সফল হওয়ার জন্য নানা পরামর্শ দিয়েছেন তিনি।

বিভিন্ন পশু, পাখির নানা গুণ রপ্ত করার পরামর্শ দিয়েছেন চাণক্য।

সেরকমই সাপের গুণও রপ্ত করতে পরামর্শ দিয়েছেন চাণক্য। কী সেই গুণ?

সাপকে দেখে আমরা সকলেই ভয় পাই। কারণ সাপের ছোবল খেলে সর্বনাশ।

কিন্তু সাপ অত্যন্ত ভীতু হয়। তার পা-ও নেই। . .

সাপ ভীতু হলেও পা না থাকলেও তাকে আমরা ভয় পাই। কারণ সাপে বিষ রয়েছে। . .

সাপকে আমরা কখনওই দুর্বল ভাবে দেখি না। তাই চাণক্যের মতে, সাপ অকুতোভয়।  

সাপের মতো নির্ভীক হতে হবে। তা হলেই সাফল্য আসবে। কারণ ভয় পেলে জীবন এগোবে না।