17 June, 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্যর বুদ্ধিমত্তা এবং জীবনদর্শনও আজও সমানভাবে প্রাসঙ্গিক।
আদর্শ জীবনসঙ্গিনী কেমন হওয়া উচিত? চাণক্যর মতে, আদর্শ স্ত্রীর থাকা উচিত চারগুণ। তাহলেই সংসার হয় সুখের।
শিক্ষিত এবং সংস্কৃতিমনা- একজন শিক্ষিত ও সংস্কৃতিমনা নারী স্ত্রী হিসেবে পারফেক্ট।
এই ধরনের নারী সিদ্ধান্ত নিতে সক্ষম। তাঁকে পাশে পেলে যে কোনও পুরুষ শক্তিশালী হয়ে ওঠেন।
শান্ত প্রকৃতি- চাণক্য বলেছেন, ধীর-স্থির প্রকৃতির নারী পুরুষের জীবনে শোভা বাড়ায়। পরিবারে থাকে ঐক্য ও শান্তি।
ধীরস্থির নারী লক্ষ্মীমন্ত। পরিবারের উন্নতি হতে বেশি সময় না লাগে। ঘরে আসে সমৃদ্ধি।
মধুর কথা- মিষ্টি কথা বলেন, এমন নারী সুখী করেন সংসারকে। পিতামাতা এবং শ্বশুরবাড়ির প্রতিপত্তিও বৃদ্ধি করেন।
মিষ্টি এবং নরমভাষী মহিলা স্বামীর মনকেও খুশি রাখে। তিনি মধুর প্রেমেও পারদর্শী হন। দাম্পত্য সুখ বাড়ে।
সীমিত ইচ্ছা- যে মহিলারা পরিস্থিতি অনুযায়ী নিজের ইচ্ছা বদলাতে জানেন, তিনি সেরা স্ত্রী।
সীমিত আকাঙ্ক্ষার কারণে পরিবার কখনও আর্থিক সংকটে পড়ে না। তাঁদের আকাঙ্ক্ষা কম থাকায় সংসার সুখের হয়। পুরুষের উপর চাপ পড়ে না।