31 july, 2024
BY- Aajtak Bangla
বিয়ে জীবনে একটা বড় সিদ্ধান্ত। একটা ভুল সিদ্ধান্তই জীবনকে পরিণত করে নরকে।
চাণক্য নীতিশাস্ত্র অনুযায়ী, যে কোন ধরনের নারীকে বিয়ে করলে একজন পুরুষের জীবন স্বর্গ হয়ে ওঠে।
আচার্য চাণক্যের মতে,যে ব্যক্তি এই ৬ গুণের অধিকারী নারীকে বিয়ে করেন তাঁর ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে।
যে ব্যক্তি আচার্য চাণক্যের নীতি অনুসরণ করেন তাঁর জীবনে কখনও কোনও সমস্যা হয় না। জেনে নেওয়া যাক কোন ধরনের নারীদের বিবাহ করলে জীবন হয় স্বর্গের মতো।
যত্নবান সঙ্গী-যে মহিলা প্রিয় পুরুষকে খুব ভালোবাসেন, এমন মহিলার হাত কখনও ছাড়বেন না। তাঁর সঙ্গে ঝগড়াও করবেন না।
মনের সৌন্দর্য- এমন মহিলাকেই বিয়ে করা উচিত যিনি মনের সৌন্দর্যকে গুরুত্ব দেন। সেই নারী চিরকাল সঙ্গ দেন।
স্থিতধী মহিলা- শান্ত এবং রাগ করে না এমন মহিলাকে বিয়ে করলে পুরুষের জীবনে আসে সৌভাগ্য। রাগ বড় শত্রু। রাগী মানুষকে বিয়ে করলে সমস্যা বাড়ে।
অন্যকে সম্মান- এমন মহিলাকে বিয়ে করুন যিনি বড়দের সম্মান করেন। এবং ছোটদের ভালবাসেন।
ধৈর্যশীল নারী- ধৈর্যশীল নারী কোনও অবস্থাতেই জীবনসঙ্গীকে ত্যাগ করেন না। এমন নারীকে বিয়ে করলে সৌভাগ্য আসে।
ধার্মিক নারী- আচার্য চাণক্যের মতে, ধার্মিক নারীকে বিয়ে করলে মানুষের ঘুমন্ত সৌভাগ্যও জাগ্রত হয়। ধার্মিক নারী ভুল পথে চলেন না।