27 April, 2025

BY- Aajtak Bangla

এই ৪ কারণে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ান বিবাহিত পুরুষ: চাণক্য

আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্ক আকছার ঘটছে। এর কারণ চাণক্য আগেই বলে গিয়েছেন।

কেন অন্য নারীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, তার চারটি কারণ বলে গিয়েছেন আচার্য চাণক্য।

অল্প বয়সে বিয়ে হয়- অল্প বয়সে বিয়ে হলে দু'জনেই মানসিকভাবে পরিপক্ক হন না। ফলে বড় হওয়ার সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

বড় হলে পুরুষের চিন্তাভাবনা ও রুচি বদলে যায়। তখন দেখা যায়, অন্য মানুষের সঙ্গে মনের মিল বেশি হতে থাকে।

স্বামী-স্ত্রীর দূরত্ব-  স্বামী-স্ত্রীর সম্পর্কে সম্মান না থাকলে, ইচ্ছার মর্যাদা দেওয়া না হলে মোহভঙ্গ হয়।

স্বামী ও স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হলে পুরুষের মন অন্য কাউকে খোঁজে।  বিবাহ বহির্ভূত সম্পর্কের সম্ভাবনাও বেড়ে যায়।

সন্তান জন্মের পর-স্ত্রীর গর্ভবতী হওয়ার সময় থেকে পুরুষদের অন্য মহিলাদের প্রতি আকর্ষণ বাড়তে শুরু করে। সন্তান এলে স্বামী-স্ত্রীর অগ্রাধিকারও বদলে যায়।

শিশুই হয়ে ওঠে স্ত্রীর অগ্রাধিকার। স্বামীর প্রতি মনোযোগ কমে স্ত্রীর। ফলে পুরুষ অন্য মহিলার প্রতি আকৃষ্ট হতে থাকে।

শারীরিক তৃপ্তির অভাব-স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত করার জন্য মানসিক তৃপ্তির পাশাপাশি শারীরিক তৃপ্তিও দরকার।

শারীরিক সুখ না থাকলে তৈরি হয় দূরত্ব। সম্পর্কে তৃতীয় ব্যক্তি চলে আসে।