BY- Aajtak Bangla

২০-র পর এই ৩ ভুল একেবারে নয়, সফলতা ধারে কাছে ঘেঁষবে না

25th January, 2025

আচার্য চাণক্য তাঁর অর্থনীতি শাস্ত্রে এমন অনেক কথা লিখে গিয়েছেন যা আজকের যুগে খুবই প্রাসঙ্গিক।

চাণক্য মানুষের এমন ৩টে ভুলের কথা উল্লেখ করেছেন, যা ২০ বছর বয়সের পর কখনও করতে নেই।

চাণক্য মতে, যে ব্যক্তি ২০ বছর বয়সের পর এই ভুলগুলো করে, তারা সর্বদা সমস্যায় থাকে।

চাণক্য বলছেন, ২০ বছর বয়সের পর ব্যক্তিকে অলসতা ত্যাগ করে দেওয়া উচিত। কখনও অলস হওয়া উচিত নয়।

এরকম বলা হয় যে ভগবানও অলস ব্যক্তিদের কখনও সাহায্য করেন না। নিজের কাজ অলসতাকে ত্যাগ করে করুন। এতে সফল হওয়ার সম্ভাবনা বেশি।

চাণক্য মতে, ২০ বছর বয়সের পর ব্যক্তিকে বুঝে-শুনে অর্থ খরচ করা উচিত। এই বয়সে এসে অর্থের গুরুত্ব বোঝা খুবই দরকার।

ভবিষ্যতে যদি কোনও সঙ্কট হয় তাহলে সেই সময় এই টাকা সবচেয়ে বেশি কাজে আসে।

চাণক্য মতে, যারা অর্থ খরচ বেশি করে তারা সবসময় চিন্তিত থাকে। তার পকেট সর্বদাই খালি থাকে।

চাণক্য মতে, রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। বিশেষ করে ২০ বছর বয়সের পর রাগ থেকে নিজেকে দূরে রাখুন।

রাগ করলে মানুষ তাঁর নিজেরই ক্ষতি করে বসে। বেশি রাগ যারা করে তারা সবসময়ই সমস্যার মুখে পড়ে।