11 DEC, 2024
BY- Aajtak Bangla
জ্ঞান অর্জন করলেই কোনও মানুষ জ্ঞানী হয় না। কেউ কেউ উচ্চ পদে অধিষ্ঠিত এবং বেশ অনেক উপার্জনও করে। কিন্তু সবসময় বোকামি করে। এই কারণে, এই লোকগুলিকে সর্বদা বোকা হিসাবে বিবেচনা করা হয়।
তাই আমাদের চারপাশে এই পাঁচটি গুণ সম্পন্ন মানুষ থাকলে তারা হবে বোকা। সমাজও তাদের বোকা মানুষ মনে করে।
আপনি হয়তো কিছু লোককে স্মার্ট বলে দাবি করে ঘুরে বেড়াতে দেখেছেন। কিন্তু সেই মানুষগুলো আসলেই বোকা। তারা কারো কথা বা পরামর্শ শুনতে প্রস্তুত নয়। তাই কোনও কারণে এ ধরনের লোকের পরামর্শ নেবেন না।
আপনি তাকে এক টুকরো উপদেশ দিলেও তার অন্যদের অপমান করার স্বভাব আছে, তাই এই লোকদের থেকে দূরে থাকাই ভালো।
যারা ছোট ছোট জিনিসের জন্য বারবার তাদের চারপাশের মানুষকে অপমান করে তারা প্রকৃত বোকা। এসব মানুষের সাথে থাকা ভালো না।
এতে বিব্রত হওয়ার সম্ভাবনা বেশি। এই মানুষগুলো কারো সামনে কথা বলতে জানে না। তাই আপনার চারপাশে এই গুণের মানুষ থাকলে তাদের থেকে দূরে থাকাই ভালো।
যারা সবার সামনে নিজেদের প্রশংসা করে। এই মানুষগুলো ঠিক ভেবে সামনের লোকের কথা শোনার ধৈর্য্য রাখে না।
কিছু মানুষ এক মুহুর্তের জন্যও ভাবেন না তারা কি করছেন, যার ফলে ক্ষতি হতে পারে। যারা নির্বিচারে কাজ করে তারা আসলেই বোকা। চিন্তাভাবনা না করে সিদ্ধান্ত নিয়ে তারা সমস্যায় পড়েন। তাই এসব লোকের সাথে মেলামেশা করা ঠিক নয়।
কেউ কেউ হয়তো তাদের কাছের মানুষ বা আশপাশের লোকদের উচ্চ উপদেশ দিতে দেখেছেন। কিন্তু এই লোকেরা তাদের বুদ্ধিমত্তা প্রদর্শনের জন্য এই পথ অনুসরণ করে। তাদের কোনA জ্ঞান নেই। আচার্য চাণক্য বলেন, উপদেশ দিয়ে নিজেদের জ্ঞানী মনে করেন।