13 May, 2024

BY- Aajtak Bangla

ছেলেরা সাবধান, মেয়েদের এই ৭ দোষ থাকলে বিয়ে করবেন না: চাণক্য

আচার্য চাণক্য হলেন বিশ্বের শ্রেষ্ঠ কূটনীতিক। তাঁর নীতি কথা আজও প্রাসঙ্গিক।

চাণক্য নীতিতে আদর্শ স্ত্রী সম্পর্কে বলা হয়েছে। 

চাণক্য বলে গিয়েছেন ৭ ধরনের নারী বিবাহ করা উচিত নয়। 

এই ৭ ধরনের নারী কারা, চলুন জেনে নেওয়া যাক     

নাক উঁচু ও অভদ্র- যে মহিলা অহংকারী ও ভদ্রতা নেই, তাঁকে বিয়ে করবেন না। 

মিথ্যেবাদী- প্রচণ্ড মিথ্যা কথা বলেন, এমন মহিলা বিবাহযোগ্যা নন। কারণ তাঁরা বিপদে ফেলতে পারেন।

ধর্মে মতি নেই- ধার্মিক নন, ধর্মে মন নেই এমন মহিলা নীতিহীন হন। বিয়ে করার আগে ভাবুন।

অলস- ঘরের কাজ করেন না। পরিশ্রমে অনীহা। এমন মহিলার থেকে দূরে থাকুন। 

পরিবার- খারাপ পরিবার, পরিবারে কারও জটিল রোগ আছে, এমন মহিলাকে এড়িয়ে চলুন। 

দুশ্চরিত্র- চরিত্রহীন নারী, যে পরপুরুষে আসক্ত, খারাপ স্বভাব- একদম বিয়ে করবেন না।