2 December, 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য বিশ্ববন্দিত। চাণক্যের নীতি প্রাচীন হলেও তা আজও প্রাসঙ্গিক।
‘অর্থশাস্ত্র’ ছাড়াও জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মত দিয়েছেন চাণক্য।
যে সব পুরুষের মাথায় নারীদের নিয়ে খারাপ চিন্তাভাবনা তাঁদের কথা লিখে গিয়েছেন চাণক্য।
কামুক পুরুষকে কীভাবে চিনে ফেলবেন তার টোটকা দিয়েছেন চাণক্য।
সাজ- চাণক্য বলেছেন, যে পুরুষরা বেশি দামী পোশাক পরেন ও সাজে বেশি মনোযোগ দেন তাঁরা কামুক প্রকৃতির।
চোখ- কামুক পুরুষের চোখ রাস্তাঘাটে স্থির থাকে না। তাঁরা সব নারীর দিকে তাকায়। তাঁদের সঙ্গে বন্ধুত্বে আগ্রহী হন।
গোপনীয়তা- এই ধরনের পুরুষ স্ত্রী ও প্রেমিকাকে আড়ালে রাখেন। সম্পর্ক গোপন করেন। কারণ তাঁরা একাধিক নারীকে বশে আনতে চান।
অল্পে সন্তুষ্ট নয়- কামুক পুরুষ অল্পে সন্তুষ্ট হন না। কোনও একটি জিনিস বা বস্তু তাঁদের প্রিয় হয় না। অন্য বস্তু পছন্দ করে।
লোভী ও মিথ্যুক- এই ধরনের পুরুষের এক নারীতে মন টেকে না। তাঁদের মাথার মধ্যে থাকে লালসা। মিথ্যা বলে তাঁরা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাতায়।
নারীদের এমন পুরুষকে চিনতে হবে। এই পুরুষরা কেবল শরীরিক কারণেই ব্যবহার করে।