1 April 2025

BY- Aajtak Bangla

ভাগ্য বদলে দেয় এই ৩ অভ্যাস, সারাজীবন থাকবেন ধনী

যে কোনও ব্যক্তির জীবনে ভালো ও খারাপ অভ্যাস থাকে। খারাপ অভ্যাসের কুফল ভোগ করতে হয়। আবার যা কিছু ভালো অভ্যাস তার সুফল পাওয়া যায়। 

জীবনে চলার পথে গুরুত্বপূর্ণ বিষয় হল টাকা। চাণক্যের মতে, কিছু ছোটখাটো ভুলের জন্য আমাদের জীবনে অনেক সমস্যা আসে। হাতে টাকা থাকে না। সঞ্চয় করা যায় না। 

যা আমাদের সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। তা কাটিয়ে সাফল্য অর্জন করতে হয়।  অর্জন করার জন্য চাণক্য বেশ কয়েকটি টিপস দিয়েছেন। সেগুলো ঠিকঠাক ফলো করে সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয়। টাকা অর্জন করা যাবে। ধনী হওয়া যাবে। 

কী কী সেই নীতি বা অভ্যাস তার বর্ণনা করেছেন আচার্য চাণক্য। কী কী সেই নীতি- আসুন জেনে নিই। 

একজন ব্যক্তির ধনী হওয়ার আসল চাবিকাঠি হল সঞ্চয়। চাণক্য বলেছেন, কোথায় আপনার অর্থ ব্যয় করতে হবে আর কোথায় টাকা জমাতে হবে সেই বিষয়ে ধারণা থাকলে তবেই আপনি ধনী হতে সক্ষম।

যে কোনও বিষয়ে আসক্ত হলে চলবে না। আচার্য চাণক্যের মতে, আসক্তির কারণে মানুষের জীবনে অনেক ক্ষতি হয়। তাই আসক্তি ত্যাগ করতে হবে। 

তাঁর মতে, সাফল্য হয়ে ওঠার পিছনে বড় বাধা আসক্তি। যখন কোনও ব্যক্তি অপর ব্যক্তির প্রতি আসক্ত হতে শুরু করেন, তখন তাঁর নজর অনেক গুরুত্বপূর্ণ দিক থেকে চলে যায়। 

অর্থ মানুষকে কোনও কোনও সময় ভুল পথে পরিচালিত করতে চায়।  অর্থের মোহে আটকে গেলে অনেক কিছু উপেক্ষা করতে থাকে কেউ কেউ। চাণক্য লিখেছেন সম্পদ বাড়ানোর সঙ্গে সঙ্গে চারপাশের সম্পর্কও ঠিক রাখা উচিত।

আচার্য চাণক্য বলেছেন, যদি কোনও ব্যক্তি দ্রুত বড়লোক হতে চান, তবে তাঁকে অনেক তথ্য গোপন তথ্য সবসময় গোপন রাখতে হবে। নিজের দুর্বলতা কাউকে দেখানো যাবে না।