8 Febuary, 2025

BY- Aajtak Bangla

সন্তানের সামনে এই ৪ কাজ করবেন না, কুফল ভুগবেন : চাণক্য

শিশুরা কাঁচা মাটির মতো। যে আকারে গড়বেন, সেভাবেই বেড়ে উঠবে। বাবা-মায়েরা আচরণে প্রাভাবিত হয় তারা।

আচার্য চাণক্য সন্তানকে কীভাবে মানুষ করা উচিত, সে কথা লিখে গিয়েছেন। তিনি বলেছেন, সন্তানের সামনে ৪ কাজ করা অনুচিত। 

রাগ নয়- চাণক্যের মতে, বাবা-মায়ের উচিত সন্তানদের সামনে রাগ এবং অহংকারের মতো আবেগ দেখানো উচিত নয়। 

রাগের বশে মানুষ আচরণের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খারাপ ভাষা ব্যবহার করে। অন্যদের অপমান করে। তাই শিশুদের সামনে সংযত হোন।

অসম্মান নয়- শিশুর সামনে মা-বাবারা ঝগড়া করবেন না। পরস্পরকে অপমান করবেন না। 

বাবা-মা পরস্পরকে অসম্মান করলে সন্তানও ভবিষ্যতে তাঁদের সম্মান করবে না। শিশুর সামনে নিজেরা ঝগড়া করবেন না।

মিথ্যা কথা নয়- মা-বাবাই শিশুদের প্রথম শিক্ষক। আপনি নিজেই মিথ্যা বলে বিভ্রান্ত করলে সন্তান ভাবে এটা স্বাভাবিক। 

ছোটবেলা থেকেই মিথ্যা বলা অভ্যাস হয়ে দাঁড়ায় শিশুর। তা থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হয়ে পড়ে।

নিজেকে জাহির নয়- শিশুদের সামনে কখনও নিজের প্রভাব জাহির করবেন না। আপনি কতটা ধনী, আপনি কত উচ্চপদে চাকরি করেন, সে সব বলবেন না।

সন্তান যদি জানে মা-বাবা প্রভাবশালী, সে অবাধ্য হয়ে ওঠে। ধরাকে সরা জ্ঞান করে। তাই নিজেকে সাধারণ করে রাখুন।