17 March, 2025

BY- Aajtak Bangla

এই ২ জিনিসে ভয় পেলে জীবনে উন্নতি অসম্ভব : চাণক্য

আচার্য চাণক্য গোটা বিশ্বে পরিচিত। তিনি বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে গেছেন। যেগুলো মানলে জীবনে উন্নতি সম্ভব। 

আচার্য চাণক্যের মতে, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন একজন মানুষ উন্নতি করতে পারে। তবে সে যদি ভয় পায় তাহলে হবে না। ভয় পেলে সামনের দিকে এগোনো অসম্ভব। 

আচার্য চাণক্যের মতে, পরিবর্তন হল একমাত্র স্থায়ী। সেই কারণে পরিবর্তনকে কখনও অস্বীকার করতে নেই। পরিবর্তনকে সব সময় মেনে নিতে হয়। 

যারা পরিবর্তনকে ভয় পায়, মেনে নিতে পারে না তারা কখনও জীবনে উন্নতি করতে পারে না। 

চাণক্যের মতে, জীবনে সংঘর্ষ থাকবেই। যে কোনও মানুষকে সংঘর্ষের মধ্যে দিয়েই যেতে হয়। এটাই একমাত্র সত্যি। 

যারা সংঘর্ষ বা স্ট্রাগল করতে ভয় পায় তাদের কখনও উন্নতি হয় না জীবনে। 

যে স্ট্রাগল করতে পারে সে সব সময় এগিয়ে যায়। হয়তো প্রথম প্রথম তা কঠিন মনে হয়। তবে পরে তা অভ্যাসে পরিণত হয়ে যায়। 

চাণক্যের মতে, সেজন্য় পরিবর্তনকে  কখনও অস্বীকার করতে নেই। মেনে নিত হয়। পরিবর্তনের স্রোতে গা ভাসাতে হয়। 

চাণক্য আরও জানিয়েছেন, সাফল্যের আর একটি বড় মন্ত্র হল পরিশ্রম। সঠিকভাবে পরিশ্রম করলে সাফল্য মেলে।