13 June, 2024

BY- Aajtak Bangla

ভালোবাসলেও এই রকম স্ত্রী-কে ত্যাগ করা উচিত ছেলেদের, চাণক্য নীতি

চাণক্য পৃথিবীর সেরা দার্শনিকদের মধ্যে অন্যতম। তাঁর অর্থনীতি ও সমাজনীতি খুবই প্রশংসিত। 

স্বামী-স্ত্রীর সম্পর্ক, সন্তান প্রতিপালন এসব নিয়ে চাণক্য এমন সব পরামর্শ দিয়েছেন যা সমাদৃত।

চাণক্যের মতে স্ত্রী-কে যতই ভালোবাসুন না কেন তার মধ্যে যদি এসব দোষ থাকে তাহলে তাঁকে ত্যাগ করা উচিত। 

চাণক্যের মতে, যে স্ত্রী কথায় কথায় ঝগড়া করে, কটূ কথা বলে, চিৎকার করে তাহলে তাকে ত্যাগ করা শ্রেয়। 

এই ধরনের মহিলা বাড়ির শান্তি নষ্ট করে। পরিবারের সবাই অশান্তিতে ভোগে। পরিবার ধ্বংস হয়ে যায়। 

চাণক্যের মতে, যদি কোনও ছেলের কথাবার্তা চালচলনে ক্রোধ বা রাগ বেশি প্রকাশ পায় তাকেও ত্যাগ করা উচিত। 

কোনও পিতা যদি সন্তানের খেয়াল না রাখে, যদি সন্তানের ভবিষ্যৎ চিন্তা না করে সেই স্বামীকে ছেড়ে দেওয়া উচিত স্ত্রীর। 

চাণক্য নীতি অনুসারে, একজন মহিলাকে তখনই ভাল স্ত্রী বলা যায়, যখন সে তার কাজ, ধর্ম এবং কথায় শুদ্ধ হয়। 

যে স্ত্রী জানে কীভাবে কম টাকায় ভালোভাবে সংসার চালাতে হয়, স্বামীকে ভালোবাসতে হয়, সেই হল উপযুক্ত স্ত্রী। 

চাণক্যের মতে, পরিবারের সদস্য বা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বুঝে করা উচিত।

যে প্রতিবেশী বা আত্মীয় দু:খে সঙ্গে থাকে না, শুধু সুখের সময় আসে তাদের সঙ্গে সম্পর্ক রাখলে ক্ষতি হয়।