4 September, 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য আদর্শ স্ত্রী সম্পর্কেও লিখে গিয়েছেন। তাঁর মতে আদর্শ স্ত্রী পেলে পুরুষরা সারাজীবন সুখে থাকেন।
চাণক্য নীতি অনুযায়ী আদর্শ স্ত্রীর মধ্যে কী কী গুণ থাকে, চলুন জেনে নেওয়া যাক
ধৈর্যশীল- নীতিশাস্ত্র অনুসারে, ধৈর্যশীল মহিলারা প্রতিটি সমস্যায় স্বামীর পাশে থাকেন। স্বামীর মনোবল বাড়ান। এগিয়ে যেতে সাহায্য করেন।
প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত এবং আত্মবিশ্বাসী থাকেন। স্বামীকে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে অনেক সাহায্য করেন।
সন্তুষ্ট-যে নারী সন্তুষ্ট নয়, তাঁদের লোভ সর্বনাশ করে। সন্তুষ্ট প্রকৃতির একজন স্ত্রী তার স্বামীর জন্য সবচেয়ে বড় শক্তি।
সন্তুষ্টি থাকা মহিলারা কখনও পরকায়ীয় লিপ্ত হন না। নিজের স্বামীতেই খুশি থাকেন।
মিষ্টভাষী- মিষ্টভাষী নারীকে স্ত্রী হিসেবে পেলে সেই পুরুষের চেয়ে ভাগ্যবান আর কেউ নেই।
মিষ্টি কথা বলা নারী সুখী জীবনযাপনের চাবিকাঠি। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন।
শান্ত প্রকৃতি- রাগী নারী সব ধ্বংস করে দিতে পারে। শান্ত প্রকৃতির মানুষদের উপর সর্বদাই থাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ।
যে সব পুরুষের স্ত্রীরা শান্ত স্বভাবের তাঁরা খুব ভাগ্যবান। এই ধরনের স্ত্রী সর্বদা ঘরে সুখ শান্তি বজায় রাখে। তাঁরা প্রতিকূল পরিস্থিতিতেও বুদ্ধিমত্তার ব্যবহার করে।