6 May, 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য নিজের নীতিকথায় নারী ও পুরুষ সম্পর্কিত নানা বিষয় উল্লেখ করেছেন।
আচার্য চাণক্য নারীর গুণাবলী বর্ণনা করেছেন, যা শুনলে অবাক হয়ে যাবেন।
পুরুষের চেয়ে নানা বিষয়ে কয়েকগুণ এগিয়ে নারী। চলুন জেনে নেওয়া যাক
আচার্য চাণক্য বলেছেন,'স্ত্রীণাং দ্বিগুণ আহারো লজ্জা চাপি চতুর্গুণা। সাহসং ষড়গুণম্ চৈব কামাশ্চাষ্টগুণঃ স্মৃতঃ'। এর অর্থ কী?
চাণক্য বলেছেন, নারী পুরুষের চেয়ে দ্বিগুণ খান। কারণ শারীরিক পরিশ্রম বেশি করেন।
মহিলারা অনেক ছোট ছোট ঘরোয়া কাজ করে, যার জন্য বেশি শক্তির প্রয়োজন হয়। তাই তাঁদের খাবার হতে হবে বেশি ও পুষ্টিকর।
পুরুষের চারগুণ বেশি বুদ্ধিমত্তা নারীর। ছোট ছোট বিষয়গুলোও বোঝার ক্ষমতাও পুরুষদের চেয়ে বেশি।
চাণক্যর মতে, নারীরা পরিবার ছাড়াও অনেক বিষয় সামলান। এ কারণে তাঁদের বুদ্ধিমত্তা প্রখর।
পুরুষদের তুলনায় মহিলাদের ছয় গুণ বেশি সাহস। সন্তানদের রক্ষার জন্য বহুগুণ শক্তিশালীর সঙ্গে লড়তে পারেন মা।
আচার্য চাণক্যর মতে, নারীর মধ্যে পুরুষের চেয়ে আটগুণ বেশি রমণাভিলাষ। গভীর ভালোবাসার তাগিদ আটগুণ বেশি। এঁটে উঠতে পারেন না পুরুষরা।