8 JULY, 2024

BY- Aajtak Bangla

জীবনে উন্নতি করতে এসব মানুষের সঙ্গ ছাড়ুন, বলেছেন চাণক্য

চাণক্যের নীতিশাস্ত্র অনুসারে, কিছু লোককে জীবনে একেবারেই কাছে আসতে দেওয়া উচিত নয়। কারণ তাদের সঙ্গে আপনার খারাপ আরও ঘটবে। কিছু আচরণ আপনার জীবনকে নরক করে তোলে।

চলুন জেনে নেওয়া যাক কোন কোন নির্দিষ্ট কিছু মানুষের থেকে দূরে থাকতে হবে।

যারা ছোটখাটো বিষয়ে রেগে যায় তারা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও সমস্যা তৈরি করে। যে ব্যক্তি ছোটখাটো বিষয়ে রেগে যায় তাকে কখনও বিশ্বাস করবেন না। এদের থেকে দূরে থাকাই ভাল।

একজন স্বার্থপর ব্যক্তি সর্বদা নিজের সুবিধার জন্য সবকিছু করে। সুযোগ পেলে এ ধরনের লোকেরা কারো ক্ষতি করবে। যারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয় তাদের থেকে দূরে থাকতে হবে।

কিছু মানুষ ছোটখাটো বিষয়েও মিথ্যা বলে। এই ধরনের লোকেরা যে কোনও সময় আপনাকে ঠকাতে পারে। এই ধরনের লোকেদের কখনো বিশ্বাস করবেন না। চাণক্য নীতি আমাদের তাদের থেকে দূরে থাকতে বলে।

যারা অকারণে অন্যের প্রশংসা করে তাদের থেকে সবসময় দূরে থাকুন। এমন ব্যক্তি আপনার দোষের সত্য না বলে আপনাকে অন্ধকারে রাখে। তারা তাদের নিজেদের লাভের জন্য মিথ্যাভাবে আপনার প্রশংসা করবে। 

যারা অন্যদের প্রতারণা করে তারা কখনও কখনও আপনাকে প্রতারিত করতে পারে, এমনকি তারা আপনার বন্ধু হলেও। সুযোগ পেলে তারা আপনাকে এবং আপনার বিশ্বাসকে ধ্বংস করবে। এমন ব্যক্তির থেকে দূরে থাকাই ভাল।

যে ব্যক্তি অন্যের গোপনীয়তা গোপন করতে পারে না সে আসলে বিপজ্জনক। আপনি যদি এই ধরনের লোকদের কোন গোপন কথা বলেন তাঁরা আপনাকে কষ্ট দিতে ব্যবহার করবেন। 

যে ব্যক্তি গোপন রাখতে পারে না সে আপনার জীবনে অনেক ক্ষতি করতে পারে। এই ধরনের লোকদের থেকে সবসময় দূরে থাকাই ভাল।