BY- Aajtak Bangla
2 May 2024
বিয়ের পর স্বামী-স্ত্রীর জীবন কোন খাতে বইবে, তা তাঁদের উপরই অনেকটা নির্ভর করে।
বৈবাহিক জীবন কতটা সুখের হবে, তা নির্ভর করে স্ত্রীর কিছু গুণের উপর।
স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে এমনই নানা কথা বলেছেন পণ্ডিত চাণক্য।
তাহলে জেনে নিন, সুখের সংসারের জন্য চাণক্যের মতে একজন স্ত্রীর কী কী গুণ থাকা জরুরি... .
চাণক্যের মতে, যেসব মহিলারা ভদ্র এবং শান্ত স্বভাবের হন, তাঁদের স্বামীরা সৌভাগ্যবান হন।
চাণক্যের মত অনুযায়ী, যে পুরুষের এমন স্ত্রী থাকে, তাঁর কোনও কিছুর অভাব হয় না। ।
চাণক্যের মতে, যেসব স্ত্রীরা টাকা জমান, তাঁদের স্বামীদের কখনও অর্থকষ্ট হয় না। সবসময় সুখে জীবন কাটে। ।
চাণক্যের মতে, যেসব স্ত্রী ধার্মীক হন, তাঁদের স্বামীর ঘর সুখে ভরে ওঠে।
যেসব স্ত্রীরা বিপদের দিনে স্বামীর পাশে দাঁড়ান, তাঁদের পরিবারে কখনও ভাঙন ধরে না।