BY- Aajtak Bangla

মা লক্ষ্মী একটুও পছন্দ করেন না এঁদের, পকেট থাকে সব সময় ফাঁকা

27th March, 2024

আচার্য চাণক্যর বলা কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে কোনও কিছুর অভাবই আমাদের হবে না।

আচার্য চাণক্য এমন কিছু ব্যক্তির কথা বর্ণনা করেছেন, যাঁদের থেকে মা লক্ষ্মী সর্বদা দুরত্ব বজায় রাখেন।

আচার্য চাণক্য অনুসারে, এরকম ব্যক্তি অর্থের দিক থেকে সবসময়ই কাঙাল থাকেন।

আচার্য চাণক্য অনুসারে, যে ব্যক্তি অর্থ পাওয়ার শুধু আশা করে থাকে, তাঁদের কাছে ধরা দেন না মা লক্ষ্মী।

শুধু আশার চরাই-উৎরাইয়ে থাকা ব্যক্তি সর্বদাই শ্রীহীন থাকে বলে জানিয়েছেন আচার্য চাণক্য।

যে ব্যক্তি কর্তব্য পালন না করে শুধু আশার ওপর নির্ভর করে থাকে, সে শুধুই নিরাশা ছাড়া আর কিছুই পায় না।

নিরাশার কারণে এরকম মানুষ মানসিক স্তর থেকে দুঃশ্চিন্তায় থাকে। সবসময় কী হয় কী হয় চিন্তা।

এই সময় আশা নিয়ে বসে থাকা ব্যক্তির কারণে পরিবারকে সমস্যায় পড়তে হয়।

আচার্য চাণক্যর মতে, ব্যক্তির উচিত সবসময় দারুণ উৎসাহ নিয়ে প্রসন্ন হয়ে নিজের কর্তব্য পালন করা।

আচার্য চাণক্যর মতে, এরকম ব্যক্তির অর্থপ্রাপ্তিও হয়। পকেট অর্থে ভরে থাকে।