BY- Aajtak Bangla
11 April 2024
স্বামী-স্ত্রীর হাত ধরে তৈরি হয় নতুন সংসার। তাই সেই সংসার তখনই সুখের হবে, যদি স্বামী-স্ত্রীর মধ্যে ভালবাসা অটুট থাকে।
স্বামী এবং স্ত্রী, দু'জনেরই সমান দায়িত্ব থাকে সংসারকে সুখী করার। তাই দু'জনের মধ্যে একজন নড়বড়ে হলে সংসারে সমস্যা তৈরি হবে।
স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে নানা পরামর্শ দিয়েছেন পণ্ডিত চাণক্য। জেনে নিন, কী কী বলেছেন...
চাণক্য বলেছেন, যে স্ত্রীর আচরণ পবিত্র হয়, তিনি পতিব্রতা এবং সুদক্ষ গৃহিণী।
চাণক্যের মতে, যেসব মহিলা নিজের স্বামীকে ভালবাসেন এবং অন্য পুরুষের দিকে তাকান না, তিনি আদর্শ স্ত্রী।
যেসব স্ত্রী স্বামীর কাছে কখনও মিথ্যা কথা বলেন না, তাঁরা উপযুক্ত স্ত্রী। এমনটাই মত চাণক্যের।
চাণক্যের মতে, যেসব স্ত্রীর এসব গুণ থাকে না। তাঁদের ত্যাগ করা উচিত।
চাণক্যের মতে, স্বামীর কথা না শুনে খারাপ কাজ করলে মহিলাদের নরকবাস হয়।