BY- Aajtak Bangla

কোটি টাকা পেলেও এ সমস্ত জায়গায় বাড়ি করবেন না, জেনে নিন চাণক্যের টিপস

March 11, 2024

আচার্য চাণক্য নিজেকে এই দেশের অন্যতম সেরা কূটনীতিবিদ, অর্থনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। 

তাঁর নীতিতে তিনি জীবনের বহু সমস্যা সম্পর্কে বলেছেন।

আজ আমরা জেনে নেব তাঁর নীতি অনুযায়ী কোন দিকে বাড়ি করা ঠিক নয়।

তিনি বলেছেন যেখানে লোকলজ্জার ভয় নেই সেখানে কখনওই বাড়ি বানানো উচিত নয়।

যেখানে সন্মান নেই, জীবিকা নেই, বন্ধু নেই, আত্মীয় নেই সেখানে না থাকায় শ্রেয়।

যে জায়গায় সমাজের কোনও জ্ঞানী বা শিক্ষিত লোক থাকে না সেটা একেবারেই থাকার উপযুক্ত নয়।

যে জায়গার মানুষের মধ্যে সহানুভূতি নেই, দয়া-মায়া নেই সেখানেও থাকবেন না।

তাঁর মতে সবসময় এমন জায়গায় থাকুন যেখানে নতুন কিছু শিখতে পারবেন।

এমন জায়গায় থাকুন যেখানে মানুষের দরকারে অন্যরা এগিয়ে আসে।