BY- Aajtak Bangla

এই ভুলেই পৌরুষ- যৌবন হারান পুরুষরা, সতর্ক করেছেন চাণক্য

1 August 2024

সকলেই চান, যাতে আজীবন যৌবন থাকে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌবন কমতে থাকে।

অনেক পুরুষই রয়েছেন, যাঁদের অল্প বয়সেই যৌবন ফিকে হয়ে যায়।

পুরুষদের পৌরুষ এবং যৌবন ধরে রাখা নিয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন পণ্ডিত চাণক্য।

 এই কাজ করলেই পুরুষদের যৌবন হারিয়ে যেতে পারে। এই নিয়ে সতর্ক করেছেন চাণক্য।

চাণক্যের মতে, যেসব পুরুষ অত্যধিক পরিশ্রম করেন, তাঁদের যৌবন তাড়াতাড়ি হারিয়ে যায়। . .

সুস্থ থাকার জন্য বিশেষজ্ঞরা নিয়মিত হাঁটার পরামর্শ দেন। কিন্তু অত্যধিক হাঁটলে পুরুষদের যৌবন ফিকে হতে পারে বলে মত চাণক্যের। . .

পুরুষদের যৌবনের সঙ্গে রং উঠে যাওয়া কাপড়ের তুলনা টেনেছেন চাণক্য।

কাপড় বেশিক্ষণ রোদে রাখলে যেমন ফিকে হয় রং, তেমনই বেশিক্ষণ রোদে থাকলে পুরুষদের যৌবনও ফ্যাকাশে হয়।

বেশিক্ষণ রোদে থাকলে পুরুষরা পৌরুষ হারাতে পারেন বলে সতর্ক করেছেন চাণক্য।