6 March 2025
BY- Aajtak Bangla
সবার জীবনেই বন্ধু ও শত্রু থাকে। শত্রু থাকলে জীবনে বিড়ম্বনার শেষ থাক না।
ভয়ে ভয়ে থাকতে হয় যে কখন ক্ষতি করে দেবে এই ভেবে। তবে ব্যবহারই হল সব কিছু।
=
শত্রুর সঙ্গে যদি উপযুক্ত ব্যবহার করা যায় তাহলে সে আর শত্রু থাকে না।
=
আচার্য চাণক্য তাঁর নীতিতে জানিয়েছেন, যদি কেউ আপনার খারাপ করতে চায় তাহলে তাকে শত্রু বানানো উচিত নয়। এতে নিজেরই ক্ষতি।
বরং শত্রু হতা পারে এমন লোকের সঙ্গে ভালোবেসে কথা বলা উচিত। মিষ্টি ব্যবহার করতে হয়।
চাণক্যর মতে, যদি কেউ আপনার ক্ষতি চায় তাহলে সেই ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করলে সে আপনার অধীন হবে।
কেউ আপনাকে ঘৃণা করলে সেই ব্যক্তির সঙ্গে ভালো আচরণ করুন। তাহলে সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না।
চাণক্যের মতে, ব্যবহার এমন এক জিনিস যা দিয়ে সব জয় করা যায়।
সেজন্য কারও সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই। খারাপ ব্যবহার করলে শত্রুর সংখ্যা বাড়ে।