6 November, 2024

BY- Aajtak Bangla

এই ৩ স্বভাবের মেয়েকে বিয়ে করলে সংসার সুখের হয় না: চাণক্য

পরিবারের সুখের চাবিকাঠি থাকে মহিলার হাতে। সে চাইলে পরিবারে আনে সমৃদ্ধি। আবার ধ্বংসও করতে পারে।

চাণক্য নারীদের এমন কিছু অভ্যাসের কথাও উল্লেখ করেছেন যা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়।

কোন কোন গুণের নারী পরিবারের জন্য বিপদ ডেকে আনেন, জেনে নেওয়া যাক চাণক্য নীতি।

অতিরিক্ত রাগ- ক্রোধ যে কোনও মানুষের ধ্বংসের কারণ। জ্ঞান ও বুদ্ধি লোপ পায়। নারীর ক্রোধও তেমন।  

বাড়ির মহিলারা প্রতিটি বিষয়ে রেগে গেলে, চিৎকার করলে ঘরে নেতিবাচক শক্তি তৈরি হয়। উন্নতিতে বাধা হয়।

কথাবার্তায় নিয়ন্ত্রণ- যে সব নারীর কথার উপরে কোনও নিয়ন্ত্রণ নেই, তাঁরা সমস্যা তৈরি করে। তাঁরা অন্যকে সম্মান করেন না।  

যে নারী কথা বলার সময় অশ্লীল শব্দ ব্যবহার করেন, তাঁর সন্তানও মূল্যবোধ পায় না।

ছোটখাট বিষয়ে অশান্তি- যে নারী ছোটখাট বিষয়েও অশান্তি করেন, তিনি সুখী হতে পারেন না।

ছোটখাট বিষয়ে ঝামেলা করা নারীরা নেতিবাচক হন। সুখী সংসার ভেঙে যায়। ঘরে শ্রী থাকে না।

চাণক্যর মতে, যে মহিলারা স্বামী ও পরিবারকে সম্মান করেন, সব পরিস্থিতিতে মানিয়ে নেন। সবসময় হাসি-খুশি থাকেন। তাঁরাই হন ভালো স্ত্রী।