27 JUNE, 2024

BY- Aajtak Bangla

এই ৩ ধরনের মানুষ হল সাপের মতো, একদিন না একদিন ছোবল মারবেই

আচার্য চাণক্য একজন বিশিষ্ট রাজনিতিবিদ এবং অর্থনীতিবিদ ছিলেন। পাশাপাশি তিনি মানব জীবনের প্রতিটি দিক খুব ভালভাবে উপলব্ধি করেছেন। 

চাণক্য তাঁর নীতিশাস্ত্রে কয়েকজন লোকের বলেছেন যারা আপনার জীবনে থাকলে আপনার ক্ষতি হতে পারে।

এর মধ্যে রয়েছে স্ত্রী, চাকর, বন্ধু, আত্মীয় সজনরাও।

কিন্তু তিনটি মানুষের থেকে তিনি বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছেন।

এদেরকে তিনি সাপের সঙ্গে তুলনাও করেছেন।

চাণক্য দুষ্ট স্ত্রী, মিথ্যা বন্ধু এবং বদ চাকরের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে বলেছেন।

তিনি বলেছেন যে কারোর বউ যদি দুষ্ট হয় তাহলে তাদের সংসারে সুখ শান্তি থাকে না। দুষ্ট বউ কখনও তাঁর স্বামী এবং পরিবারকে সন্মান করেন না। তাঁরা খালি নিজের স্বার্থের কতাই চিন্তা করে। 

চাণক্য বলেছেন যখনই আপনি কাউকে আপনার বন্ধু বানাবেন তখন বুঝে শুনে এগবেন। কারণ বন্ধুরাই অনেক সময় শত্রু হয়ে যায়। অনেকেই আছে যারা সামনে একরকম এবং পিছনে আর একরকম কথা বলেন তাদেরকে বন্ধু বানাবেন না। 

আপনি যখন বাড়িতে কাজের জন্যে চাকর রাখবেন তখন ভাল করে দেখে শুনে রাখবেন। কারণ লোভী চাকরদের সব সময় তাদের মালিকদের জিনিসপত্র, টাকা পয়সার উপর নজর থাকে। তাই এরকম লোকেদের থেকে যতটা পারবেন এড়িয়ে চলবেন।