10  FEBRUARY, 2025

BY- Aajtak Bangla

মূর্খদের এই  ৫ অভ্যাস থাকবেই,কাদের কথা বলেছেন চাণক্য?

চাণক্য সুপণ্ডিত, প্রকৃত শিক্ষক ছিলেন। আচার্য চাণক্যের বলে যাওয়া কথা যে আজও কতটা গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক তা চাণক্য নীতির দিকে চোখ রাখলেই বোঝা যায়।

জীবনে চলার পথে তাঁর  উপদেশগুলি মেনে চললে উপকার পাবেন।

চাণক্য নীতিতে বলা হয়েছে যে, মূর্খদের কিছু অভ্যাস থাকে যার দ্বারা আপনি তাদের সহজেই চিনতে পারবেন।

যদি কারও এই অভ্যাসগুলো থাকে তাহলে  সহজেই বুঝতে পারবে আপনার সামনের মানুষটি মূর্খ।

মূর্খরা সবসময় নিজেকে সবচেয়ে জ্ঞানী এবং অন্যদেরকে বোকা মনে করে।

মূর্খ  লোকেরা সবসময় নিজেদের প্রশংসা করে।

যারা অন্যের কাজে নিজের মতামত প্রকাশ করে, তারাও মূর্খ।

মূর্খ মানুষরা সবসময় নিজের অহংকারে বেঁচে থাকে।

মূর্খ লোকেরা অন্যদের সঙ্গে অভদ্র আচরণ করে এবং অপমানজনক কথা বলে।