30 JANUARY, 2025

BY- Aajtak Bangla

আপনার সন্তান ফার্স্ট হবেই, মেনে চলুন চাণক্যের এই টিপস

পণ্ডিত চাণক্য ছাত্র জীবন সম্পর্কেও অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। ছাত্রদের মনোজগৎ খুব ভালো ভাবে বুঝতেন তিনি।

তাই, এই জীবনটা যদি খুব সাবধানে কাটানো যায় তবেই ব্যক্তির ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আর যদি ছাত্রজীবন ভালভাবে না কাটে, তবে ব্যক্তির বাকি জীবনও সংঘর্ষ ও সঙ্কটে ভরে থাকবে।

আচার্য চাণক্যের মতে একজন শিক্ষার্থীর পরীক্ষার জন্য কী ভাবে প্রস্তুতি নেওয়া উচিত।

জীবনের যে কোনও পরীক্ষায় সফল হতে হলে সর্বদা সেই লক্ষ্যে ফোকাস রাখা উচিত। নিজের লক্ষ্য থেকে কখনই বিচ্যুত হওয়া উচিত নয়। শিক্ষার্থীদেরও নিজেদের লক্ষ্যে মনোনিবেশ করতে হবে।

চাণক্যের মতে, বিদ্যার্থীদের একটাই লক্ষ্য থাকা উচিত, তা হল সুশিক্ষা ও জ্ঞান অর্জন করা। পরীক্ষার সময় উচিত মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য বিষয় উপেক্ষা করে একাগ্রচিত্তে পড়াশোনা করা।

পরীক্ষার আগে অবশ্যই পড়াশোনার জন্য টাইম টেবিল তৈরি করুন। একটানা পড়াশোনা না করে, পড়াশোনার মাঝে কিছুক্ষণের জন্য বিরতি নিন। যাতে একটানা পড়ার কারণে ক্লান্তি না আসে। একটি সাবজেক্ট মুখস্থ করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন।

 শিক্ষার্থীদের খুবই সুশৃঙ্খল হতে হবে। সব কাজ সময়মতো করতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করা উচিত।

পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যকর জীবনযাপনই একজন মানুষকে সুস্থ রাখতে পারে। শিক্ষার্থীদেরও নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। একবার অসুস্থ হয়ে পড়লে অনেকগুলো দিন নষ্ট হতে পারে, যা পরীক্ষার সময় অত্যন্ত ক্ষতিকারক।