10 May, 2025

BY- Aajtak Bangla

একটা বদভ্যাসেই কম বয়সে বুড়িয়ে যান পুরুষেরা, জানালেন চাণক্য

আচার্য চাণক্যের বলা এক একটি বাণী আজও প্রাসঙ্গিক।

মানুষের সফলতা থেকে ব্যক্তিগত জীবন সব নিয়েই চাণক্যের বলা উপদেশ মেনে চললে কেউ আপনার সাফল্য আটকাতে পারবে না।

অনেক সময়ই দেখে থাকবেন পুরুষেরা বয়সের আগেই বুড়ো হয়ে যাচ্ছেন। আর এটারই কারণ জানিয়েছেন স্বয়ং চাণক্য।

আচার্য চাণক্য বলে গিয়েছেন, কোন কারণে মানুষ তাড়াতাড়ি বয়স্ক হয়ে যায়। আসুন জেনে নিই সেই কারণ।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

আচার্য চাণক্যের মতে, যে ব্যক্তি অনেক বেশি হাঁটেন, ঘোরাফেরা করেন সে তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়।

আচার্য চাণক্যের মতে, যৌবন ধরে রাখতে চাইলে খুব বেশি হাঁটাহাঁটি করবেন না।

চাণক্যের মতে, পায়ে হেঁটে খুব বেশি দূরে যাওয়া উচিত নয়। যানবাহন ব্যবহার করা দরকার।

বৈজ্ঞানিক ব্য়াখা হিসাবে বলা হয়, খুব বেশি হাঁটলে অধিক পরিশ্রম হয়। আর রোদে ঘুরলে ত্বকের ক্ষতি হয়। ফলে যৌবন ফিকে হতে থাকে।