30 September, 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য মহান পণ্ডিত ও কূটনীতিবিদ। তাঁর লিখে যাওয়া নীতিকথা আজও প্রাসঙ্গিক।
সময়ের আগেই বুড়িয়ে যান অনেকে। বার্ধক্য চলে আসে তাড়াতাড়ি। কোন ভুলে এমনটা হয়?
আচার্য চাণক্য বলে গিয়েছেন, কোন কারণে মানুষ তাড়াতাড়ি বয়স্ক হয়ে যায়। কী সেই সেই কারণ?
আচার্য চাণক্যের মতে, যে ব্যক্তি অনেক বেশি হাঁটেন অর্থাৎ ঘোরাফেরা করেন সে তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়।
আচার্য চাণক্যের মতে, যৌবন ধরে রাখতে চাইলে খুব বেশি হাঁটাহাঁটি করবেন না।
চাণক্যের মতে, পায়ে হেঁটে খুব বেশি দূরে যাওয়া উচিত নয়। যানবাহন ব্যবহার করা দরকার।
এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হল, খুব বেশি হাঁটলে অধিক পরিশ্রম হয়। আর রোদে ঘুরলে ত্বকের ক্ষতি হয়। ফলে যৌবন ফিকে হতে থাকে।
সেই সঙ্গে আচার্য চাণক্য এমন পোশাকের বর্ণনা করেছেন যা সময়ের আগেই পুরনো হয়ে যায়।
চাণক্যের মতে জামাকাপড় বেশিক্ষণ রোদে রাখা উচিত নয়। এমনটা করলে তাড়াতাড়ি পুরনো হয়ে যায়।
এছাড়া চাণক্য বলেছেন, ঘোড়াকে দীর্ঘ সময় বেঁধে রাখলে তা বুড়ো হয়ে যায়। তার শক্তি হারায়।