6 March,, 2023

BY- Aajtak Bangla

চাণক্যর এই ৩ ফর্মুলা মানলেই হাতে আসবে টাকা, হবেন ধনবান

বাড়ি টাকাপয়সা আনতে চান? চাণক্যর তিন মন্ত্রেই পাবেন সাফল্য।

চাণক্যের মতে, সম্পদের দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন। একজন মানুষকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

ঘরদোরই নয়, দাঁত ও শরীর নোংরা রাখলেও বাড়িতে মা লক্ষ্মী থাকেন না। পরতে হবে পরিচ্ছন্ন ও পরিষ্কার পোশাক। 

যে ব্যক্তি সর্বদা সময়মতো ঘুম থেকে ওঠেন, স্নান করেন তাঁরা দেবী লক্ষ্মীর কৃপা পান।

চাণক্যের মতে, কোনও ব্যক্তির যে কোনও কাজে অলস হওয়া উচিত নয়। সবসময় পরিশ্রমী হতে হবে।

আচার্য চাণক্য বলেছেন, অলস ব্যক্তি সুযোগ হাতছাড়া করেন। সে উন্নতি করতে পারে।

পরিশ্রমী মানুষ সবসময় উন্নতি করেন। প্রতিটি কাজে সাফল্য পান। পকেট টাকায় ভরে যায়।

চাণক্য বলেছেন, নিজের লক্ষ্য কাউকে বলা উচিত নয়। লক্ষ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।

পরবর্তী পরিকল্পনার কথা লোককে জানালে বাধা আসতে পারে। নীরবেই লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। উচিত।

যে মানুষ নীরবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায় সে-ই সাফল্যের শিখরে পৌঁছয়।