BY- Aajtak Bangla

সন্তানের এই গুণেই মা-বাবা গর্বিত, সেই হদিশ দিলেন চাণক্য

19th January, 2025

আচার্য চাণক্যকে অর্থশাস্ত্র ও নীতিশাস্ত্রের মহান গুরু বলে মনে করা হয়।

চাণক্য নীতিতে সুখী জীবন সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে।

এর সঙ্গে চাণক্য নীতি শাস্ত্রে জীবনের বহু অজানা কথা জানিয়েছেন, যে কারণে তাঁকে কৌটিল্য বলা হয়ে থাকে।

আচার্য চাণক্যর মতে, সন্তানের কিছু বিশেষ গুণ মা-বাবাকে সৌভাগ্যশালী করে, যে গুণে পরিবারেও সুখ-সমৃদ্ধি আসে।

আচার্য চাণক্যর মতে, সন্তানের মধ্যে কোন কোন গুণ থাকলে তা মা-বাবাকে ভাগ্যশালী করে তোলে।

প্রত্যেক মা-বাবাই চান যে তাদের সন্তান বাধ্য ও সংস্কারি হোক। যাদের সন্তানের মধ্যে এই গুণ থাকে সেই মা-বাবারা খুবই ভাগ্যবান হন।

প্রতিটি পরিবার চায় তাদের বাড়ির সন্তানেরা সংস্কৃতিপরায়ন হোক। এই ধরনের সন্তানেরা শুধুমাত্র মা-বাবার জন্য নয়, পুরো পরিবারের জন্য গৌরব নিয়ে আসে।

একজন সন্তানের মধ্যে ভাল-মন্দ বোঝার জ্ঞান থাকা খুবই জরুরি। এই গুণটি তাঁকে জীবনে সফল করে।

যে শিশুরা জ্ঞানের গুরুত্ব বোঝে এবং কঠোর পরিশ্রম করে তারা সর্বদা জীবনে সাফল্য অর্জন করে। যা তাদের পিতামাতার জন্য গৌরব বয়ে আনে।

যে সন্তানেরা জীবনে একটা জায়গায় গিয়ে পৌঁছায়, তাদের মা-বাবা সত্যিই গর্বিত হন।