5 JANUARY, 2025

BY- Aajtak Bangla

মাইনের ঠিক একটা জমান, এই ৩ কথায় ধনী হওয়ার রাস্তা বলেছেন চাণক্য

কয়েকশো বছর আগে আচার্য চাণক্য কিছু পদ্ধতি বলে গিয়েছেন,

যা আজও কোনও ব্যক্তির উন্নতির জন্য সমান প্রাসঙ্গিক।

চাণক্যের কিছু নীতি অনুসরণ করে চললে, কোনও ব্যক্তি গরিব থাকবেন না। সর্বদাই ধনী।

চাণক্য বলছেন, কোনও ব্যক্তি যদি খরচের সঙ্গে সঙ্গে অর্থ জমানোর উপরেও মনোযোগ দেন, তাহলে সেই ব্যক্তি কখনও গরিব হন না।

টাকা-পয়সা জমানোর গুরুত্ব যে ব্যক্তি যত দ্রুত বুঝে যান, ততই তাঁর উন্নতি।  

যে ব্যক্তি মোট আয়ের অন্তত ২৫ শতাংশ জমান, সেই ব্যক্তি কখনও দারিদ্রের সম্মুখীন হন না।

আচার্য চাণক্যের মতে, টাকার বিনিয়োগ করলেই টাকা বাড়বে।

চাণক্য বলছেন, সর্বদা পরিশ্রম করার মনোভাব রাখতে হবে। যে ব্যক্তি পরিশ্রমী হন, তাঁর উপর সদা কৃপা থাকে মা লক্ষ্মীর।

পরিশ্রমী ব্যক্তিদের কখনও অর্থের অভাব হয় না। কোনও সঙ্কট এলেও পরিশ্রম করে তা পেরিয়ে যান।