12 November, 2024

BY- Aajtak Bangla

চাণক্যনীতি: ছেলেদের কোন কোন অভ্যাসে দুর্বল হয় মেয়েরা?

বিয়ে একটা বড় ব্যাপার। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে সাত-পাঁচ ভাবতে হয়। 

চাণক্য নীতি বলছে, পুরুষদের মধ্যে কিছু অভ্যাস আছে, যা মহিলাদের সবচেয়ে বেশি টানে।

ভাবছেন কী কী সেই সব স্বভাব?চলুন জেনে নেওয়া যাক চাণক্য নীতি যা বলছে

সততা- সৎ ব্যক্তিদের পছন্দ করেন নারীরা। সম্পর্কে জড়ানোর সময়ে যে পুরুষরা সব খুলে বলে তাঁদের মন দেয় মেয়েরা। 

কাজের প্রতি সততা, সত্যি কথা বলা এবং সম্পর্কের প্রতি সৎ থাকা পুরুষকে পছন্দ করেন মেয়েরা। 

ভালো আচরণ- চাণক্য-নীতি অনুসারে, অন্যদের পুরুষের কেমন আচরণ তা লক্ষ্য করেন মেয়েরা। 

ভালো আচরণের মধ্যে আসে কথাবার্তা। যে পুরুষ শান্ত ও মিষ্টি কথা বলেন তাঁদের মন দিয়ে ফেলেন মেয়েরা। 

ভাল শ্রোতা- সব মেয়েই চান যে, সঙ্গী তাঁর কথা শুনবেন ও মনোযোগ দেবেন। যে ভালো শ্রোতা তাঁকে মেয়েরা বেশি পছন্দ করেন। 

যে পুরুষের মধ্যে অহংকার নেই। সকলকে সম্মান করেন, তাঁদের মন দেন মেয়েরা। 

সম্মান- যে পুরুষ নারীকে সম্মান করেন, তাঁদের এগিয়ে দেন, তাঁরাই পান নারীর মন।