BY- Aajtak Bangla
27th October, 2024
আচার্য চাণক্য কেরিয়ার নিয়ে একাধিক পরামর্শ দিয়ে গিয়েছেন। যা বর্তমান সময়েও প্রাসঙ্গিক।
তবে জীবনের পাশাপাশি চাণক্য মহিলাদের নিয়েও অনেক কিছু বলেছেন চাণক্য।
যেটা মেনে চললে আপনার বিবাহিত জীবন হবে সুখের। চাণক্য মহিলাদের কিছু কাজ বিয়ের পর করতে নিষেধ করেছেন।
আসুন দেখে নিই চাণক্যের বলা সেই ৪ কাজগুলো কী কী।
বিয়ের পর কিছু কথা স্ত্রীদের স্বামীদের থেকে লুকিয়ে রাখা দরকার। এতে সম্পর্ক ভাল থাকে এবং দাম্পত্য জীবন ভাল থাকে।
স্বামীর সামনে কখনও নিজের শ্বশুরবাড়ির নিন্দা করবেন না। এমনকী নিজের বাপের বাড়ির কোনও অজানা কথাও বলা উচিত নয়। এতে দুই পরিবারের মধ্যে চিড় ধরতে পারে।
চাণক্যর মতে, স্ত্রীকে সবসময় স্বামীর উপার্জনের বা নিজের আয়ের কিছু অংশ সঞ্চয় করে রাখা দরকার। পরিবারের কঠিন সময়ে এই টাকা কাজে আসতে পারে।
বিবাহিত জীবনে শান্তি চাইলে নিজের স্বামীর সঙ্গে অন্য কোনও পুরুষের তুলনা কখনই করা উচিত নয়। এতে স্বামীর আত্মসম্মানে আঘাত করা হয়। বৈবাহিক জীবনে অশান্তির সৃষ্টি হয়।