18 March, 2025

BY- Aajtak Bangla

এই তিন কাজের পর অবশ্যই স্নান করুন নইলে অশুদ্ধ থাকে শরীর

আচার্য চাণক্যের মতে কিছু এমন কাজ রয়েছে, যা করার পর স্নান করা জরুরি

আচার্য চাণক্যের মতে কিছু কাজ করার পর শরীর অশুদ্ধ হয়ে যায়

কেউ যদি শরীরে তেল মালিশ করে তাহলে তার শরীর অশুদ্ধ হয়ে যায়।

তেল মালিশ করার পর শরীর চিটচিটে হয়ে যায়। যা না ধুলে যায় না।

নাপিতের কাছে চুল কাটানোর পর স্নান করা অবশ্য জরুরি।

ছোট চুলের টুকরো শরীরকে অস্বস্তি দেয়, তেমনই খাবারে পড়লে পেট খারাপ হতে পারে।

ছোট চুলের টুকরো খোঁচা লাগে, তেমনই তা শরীরে থাকলে শরীর অশুদ্ধ থাকে।

শ্মশানে কাউকে দাহ করে আসলে স্নান করে নেওয়া জরুরি।

আচার্য চাণক্যের মতে শ্মশানে চিতার ধোঁয়া শরীরে লাগলে শরীর অশুদ্ধ হয়ে পড়ে।