BY- Aajtak Bangla
20th July, 2024
জীবনে কীভাবে সফল হবেন সেই বিষয়ে পরামর্শ যেমন দিয়ে থাকেন চাণক্য, তেমনি সম্পর্ক নিয়েও তাঁর বহু নীতি রয়েছে।
বৈবাহিক জীবনে যদি সেই নীতিগুলো মেনে চলতে পারেন তাহলে দাম্পত্য জীবন হয় মধুর।
আসুন তাহলে জেনে নিই চাণক্য সম্পর্ক ভাল রাখার কী কী টিপস দিয়েছেন।
বিয়ের পর দেখা যায় হঠাৎ করেই মেয়েরা মোটা হয়ে গিয়েছে। যদিও এর পিছনে রয়েছে অন্য কারণ।
চাণক্য বলেন, স্ত্রী মোটা হয়ে গেলে স্বামীদের মুখ না ফিরিয়ে বরং নিজেদের ভাগ্যবান বলে মনে করা উচিত।
চাণক্য বলছেন, জীবনে সুখী হতে হলে স্ত্রীর ওজন বেড়ে যাওয়াকে অত গুরুত্ব দিতে নেই। বরং তার ইতিবাচক দিকটা খুঁজে নেওয়া উচিত।
স্বামীদের ১০ গুণ বেশি সুখে রাখেন মোটা স্ত্রীরা। সঙ্গীর চাহিদাও যথাযথ বোঝেন তাঁরা।
স্ত্রী মোটা হয়ে গেলে স্বামীদের দিকে তাঁদের বেশি যত্ন-খেয়াল রাখা বেড়ে যায় বলে জানিয়েছেন চাণক্য।
চাণক্য মতে, বিয়ের পর যে সব স্ত্রীদের ওজন বাড়ে তাঁরা পরিবারের যত্ন খুব ভালোভাবে রাখেন।
স্বামী ছাড়া অন্য কোনও পুরুষের দিকে ঝোঁকেন না এই ধরনের স্ত্রীরা, জানিয়েছেন চাণক্য।