10 April, 2024

BY- Aajtak Bangla

জীবনে টাকা-পয়সার অভাব থাকবে না, মানুন চাণক্যর এই ৫ নীতি

বিশ্বের অন্যতম শ্রেষ্ট কূটনীতিক আচার্য চাণক্য। তাঁর নীতি আজও প্রাসঙ্গিক।

চাণক্যর মতে মানুষের অভ্যাস তাঁকে সঠিক দিকে পরিচালিত করে।

অভ্যাস মানুষকে সাফল্যের শীর্ষে নিয়ে যায় তেমনই নীচেও নামাতে পারে।

যে কারও নিজের একটা লক্ষ্য থাকা উচিত। তা কাউকে বলা উচিত নয়।

 কোনও মানুষ ভবিষ্যতে কি করবে তা কাউকে বলা উচিত নয়।

যদি কাউকে আগে থেকে বলে দেওয়া হয় তাহলে তা সফল হয় না।

চাণক্য বলছেন, যাকে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলে দিয়েছেন তিনিই আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। 

একটি মানুষের সাফল্যের চাবিকাঠি হচ্ছে সময়ানুবর্তিতা,  সঠিক কৌশল, কঠোর পরিশ্রম।

চাণক্যর মতে নিজের দুর্বলতার জায়গাগুলোর কথা কাউকে বলবেন না।

তাঁরা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকাতে পারে।