1 MAY 2023
এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ৫ মে। বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন এই গ্রহণ হবে।
এই চন্দ্রগ্রহণ তুলা রাশি ও স্বাতি নক্ষত্রে হতে চলেছে। শুধু তাই নয়, এটি একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।
এটি ৫ মে রাত ৮টা ৪৪ মিনিট থেকে শুরু হয়ে মধ্য রাত ১টা ০২ মিনিট পর্যন্ত চলবে।
চন্দ্রগ্রহণের সূতক কালকে শুভ মনে করা হয় না। আসুন দেখে নিন কোন রাশির ওপর কেমন প্রভাব পড়বে।
মেষ রাশির মানসিক অশান্তি দেখা দেবে। বৈবাহিক জীবনে সাবধানে থাকুন।
চন্দ্রগ্রহণের সময় বৃষ রাশিদের স্বাস্থ্যের সবথেকে বেশি যত্ন নিন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে।
মিথুন রাশিরা স্বাস্থ্যের দিকে নজর দিন। মামলা-মোকদ্দমার দিকে নজর রাখুন।
কর্কট রাশিদের এই সময় মায়ের শরীরের দিকে যত্ন নিতে হবে। শিক্ষা ও কেরিয়ারে খুব পরিশ্রম করতে হবে।
সিংহ রাশির কর্মক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে পারে। বহুদিন ধরে চলা বাধা কেটে যাবে।
কন্যা রাশির জন্য এই গ্রহণ ভালো সময় নিয়ে আসবে। অর্থ লাভ হবে।
তুলা রাশিদের এই চন্দ্রগ্রহণের সময় সতর্ক থাকতে হবে। আপনার মানসিক ও শারীরিক অবস্থা দুর্বল থাকতে পারে।
বৃশ্চিক রাশির মনকে স্থির করে রাখুন। পারিবারিক ও চোখের সমস্যার যোগ তৈরি হয়েছে।
এই চন্দ্রগ্রহণে ধনুর সম্পদ, সমৃদ্ধি এবং সুখ আসবে। আপনার অবস্থান শক্ত থাকবে।
চন্দ্রগ্রহণের সময় মকরের কাজ নিয়ে সচেতন থাকতে হবে। আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে।
কুম্ভ রাশিরা স্বাস্থ্য ও নিজের আরাম নিয়ে একটু সচেতন হন। গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে যাবেন না।
এই গ্রহন মীনেদের জন্য খুবই বিপজ্জনক প্রমাণিত হতে চলেছে। মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে।