03 September, 2024
BY- Aajtak Bangla
বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৮ সেপ্টেম্বর। বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ২৫ মার্চ, হোলির দিন।
ভারতে কি এই চন্দ্রগ্রহণ দেখা যাবে নাকি? এর সূতক আমল বৈধ হবে কি না? অনেকের মনে এখন এই প্রশ্নগুলি নিশ্চয়ই থাকবে।
জ্যোতিষী জানিয়েছেন এই চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে মীন রাশিতে।
এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে, যা বিশ্বের অনেক দেশেই দেখা যাবে। কিন্তু ভারতীয়দের জন্য এটা উদ্বেগ বা ভয়ের বিষয় নয়।
চন্দ্রগ্রহণ কখন ঘটবে? বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর বুধবার। ভারতীয় সময় অনুসারে, এই গ্রহণ চলবে সকাল ৬টা ১২ মিনিট থেকে ১০টা ১২ মিনিট পর্যন্ত।
কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ? বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলোতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
সূতক আমল হবে কি? চন্দ্রগ্রহণে, সূতক সময় গ্রহনের ৯ ঘণ্টা আগে শুরু হয়। যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। তাই এর সূতক কালও বৈধ নয়।
চন্দ্রগ্রহণের সূতক সময়ে শুভ ও শুভ কাজ করা হয় না। এই সময়কালে, ঈশ্বরের উপাসনা করা বা তাদের মূর্তি স্পর্শ করাও নিষিদ্ধ।