BY- Aajtak Bangla
2 JULY, 2024
হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করা হয় গণেশকে।
বর্তমানে অনেক বেশি সংখ্যক বাঙালি সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে ওঠেন।
গণেশের ১০ নাম একদন্ত, বিনায়ক ভগবন্ত, গজকর্ণ, লম্বোদর, কপিল, সুমুখ, ধুম্রকেতু, সিদ্ধগণ, ত্র্যম্বক, গন্ধবাহ
গণেশ চতুর্থীর দিন গণপতির মূর্তি সোনা, রুপো এবং তামার জলে স্নান করাতে হয়।
পুজোর সময় ২১ টি মোদক, ২১ টি দূর্বা দিয়ে গণেশের যে কোনও ১০ নাম জপ করলে, বাড়িতে সুখ -শান্তি থাকবে।
এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৯ সেপ্টেম্বর (৭ আশ্বিন), শনিবার।
৬ সেপ্টেম্বর ঘ ১২/১৬/৪৫ থেকে ৭ সেপ্টেম্বর ঘ ২/১২/৪৯ পর্যন্ত থাকবে চতুর্থী তিথি।