BY- Aajtak Bangla

গরমেও ঠোঁট ফেটে চৌচির? ঘরোয়া উপায়েই হবে মোলায়েম

22  APRIL, 2025

শীতকালের মতো গরমেও অনেকের ঠোঁট ফাটছে। শুষ্ক গরমে ঠোঁট ফাটার সমস্যায় ভুগছেন অনেকেই।

ঠোঁট ফাটা

ঠোঁট ফাটার সমস্যা থেকে রেহাই পেতে অনেকে ভ্য়াসলিন লাগান। তবে ফল দীর্ঘস্থায়ী হয় না।

ভ্য়াসলিন

তবে ঘরোয়া উপায়েই গরমে ঠোঁট ফাটার সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে।

ঘরোয়া উপায়

ঠোঁট ফাটার সমস্যা দূর করার জন্য মধু খুবই কার্যকরী। .

মধু

চিনিও ঠোঁটে লাগালে ফাটার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

চিনি

মধু ও চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে উপকার পাবেন। 

মধু-চিনির গুঁড়ো

নারকেল তেল হাল্কা গরম করে ঠোঁটে লাগালেও উপকার পাওয়া যায়।

নারকেল তেল

 ঠোঁটে শসার রস লাগালেও ফাটার সমস্যা থেকে রেহাই পাবেন।

শসার রস