10 January 2024

BY- Aajtak Bangla

'M' দিয়ে যাদের নাম শুরু, দোষ-গুণ জেনে নিন

নামের আদ্যক্ষর থেকেও মানুষের ব্যক্তিত্বের গোপন দিক জানা সম্ভব। শুধু তা-ই নয়, কেরিয়ারে সেই মানুষ কেমন সাফল্য পাবেন, সেটাও বোঝা যায়।

হাল্কাভাবে জেনে নিন আপনার বা আপনার চেনা পরিচিত কারও নামের প্রথম অক্ষরটা যদি M বা ম দিয়ে হয় তাহলে আপনি বা সে কেমন ধরনের মানুষ। চরিত্র, ভাল, খারাপ গুণটাই বা কী...

নামের আদ্যক্ষর M বা ম এমন মানুষের সংখ্যা প্রচুর। দেখুন তো মিলল কি না-

বিশেষজ্ঞদের মতে, ক্যালডিন নিউমেরোলজি অনুযায়ী ‘M’-কে সংখ্যা ৪ প্রদান করা হয়েছে। আর সংখ্যা ৪-এর অধিপতি হলেন রাহু এবং মনে করা হয় যে, সংখ্যা ৪-এর এনার্জির ক্ষেত্রে রাহু একটা বড় ভূমিকা পালন করে থাকে।

আবার জ্যোতিষশাস্ত্র মতে, এই সংখ্যার নক্ষত্র মঘা। আর মঘা নক্ষত্রের অধিপতি হল কেতু। যা রাহুর বিপরীত এবং ভারসাম্য রক্ষাকারী শক্তি। আবার ইংরাজি অক্ষর ‘M’-এর প্রতিনিধিত্ব করে সিংহ রাশি। আর এই রাশির অধিপতি হলেন সূর্য। ফলে বোঝাই যাচ্ছে যে, ‘M’ অক্ষরের মধ্যে থাকে রাহু, কেতু এবং সূর্যের সংমিশ্রণ।

M- দিয়ে শুরু নামের মানুষরা সাধারণত ভগবানে বিশ্বাসী বা আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখে। তবে ধর্মীয় ভাঁড়ামো একদম পছন্দ করে না।

এরা খুব পরিশ্রমী, আর সাহসী হয়।

 শারীরিক গঠন এদের সাধারণত সুন্দর হয়। বুদ্ধিমান হয়। খুব ভাল বন্ধু হয়। তবে বেশি কথা বলা লোকদের একদম পছন্দ করে না।

এদের ধৈর্য্য কম হয়। খুব তলিয়ে না ভেবে সিদ্ধান্ত নেয়।

 খুব সহজেই কারও ওপর খুব আকৃষ্ট হয়। তেমনই তাড়াতাড়ি কারও ওপর মোহভঙ্গ হয়।

বিপদে মানুষের পাশে থাকে। তবে বিপদে মানুষকে সেভাবে পাশে পায় না।

অল্পতেই রেগে যায়। ছোটখাটো ঘটানাতে মেজাজ হারায়।