6 November 2024
BY- Aajtak Bangla
শীতে পাহাড়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তবে কনকনে ঠান্ডায় পাহাড়ে ঘুরতে গেলে কষ্টও পেতে হয়। তাই ডিসেম্বরে কড়া ঠান্ডা পড়ার আগে নভেম্বরেই ঘুরে আসুন পাহাড় থেকে।
পিক সিজন না থাকায় খরচও থাকবে সাধ্যের মধ্যে। এর মধ্যে কোথায় কোথায় যেতে পারেন? হদিশ রইল এই প্রতিবেদনে।
শিলং পারলে নভেম্বরেই ঘুরে আসুন মেঘালয়ের রাজধানী শিলং থেকে। এই পাহাড়ি শহরকে বলা হয় পূর্ব ভারতের স্কটল্যান্ড।
শিলং-এর এলিফ্যান্ট ফলস্ আর উমিয়াম হ্রদের নৈঃসর্গিক দৃশ্য দেখলে মুগ্ধ হবেন। এই শহরের সর্বোচ্চ অংশ শিলং পিক বা চূড়া থেকে গোটা শহর দেখা যায়।
ধরমশালা হিমালয়ের বুকে বসবাসকারী একটি অপূর্ব সুন্দর শহর হলো ধরমশালা। মূলত তীর্থক্ষেত্র বলে এখানে রয়েছে প্রচুর মঠ-মন্দির। ধরমশালা থেকে ডাল লেক, ভাগসু জলপ্রপাত, ইন্দ্রধর পাস বেশ কাছে।
মুসৌরি শীত হোক বা গরমকালে বেড়ানোর জন্য মুসৌরির কোনও তুলনা হয় না। প্রধানত গরম এবং শীতকালেই এখানে পর্যটকরা ভিড় জমান বেশি। যাঁরা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাঁরা শীতকালে যেতেই পারেন।
ঘুরে দেখুন নহাতা এস্টেট, গানহিল, কেম্পটি জলপ্রপাত মিস্ট (কুয়াশা) হ্রদ, মুসৌরি হ্রদ, ভট্ট জলপ্রপাত, ঝরিপানি জলপ্রপাত, নাগ দেবতার মন্দির, জ্বালাদেবী মন্দির (বেনোগ পর্বত), বেনোগ অভয়ারণ্য।
কুর্গ কর্নাটকের কুর্গ শহরটি সারা বছরই ঠান্ডা। শহরজুড়ে ছড়িয়ে রয়েছে পাহাড়ি জলপ্রপাত, কফি এবং মশলার বাগান। এখানকার বিখ্যাত অ্যাবি জলপ্রপাতের চারপাশে সবুজ গাছপালা, বাহারি ফুল এবং ঝরনার উল্টোদিকে ঝুলন্ত ব্রিজের চেহারা অপূর্ব।
আউলি ঋষিকেশ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের সবচেয়ে জনপ্রিয় স্কিইং প্লেস আউলি।
ওক গাছে ঘেরা এই স্থানের পাহাড়ের গায়ে জঙ্গলগুলি অনেকটা শঙ্কু আকৃতির। মাউন্ট নন্দাদেবী এবং নর পর্বতের ঝলক দেখতে পাওয়া যায়।