21 April, 2025

BY- Aajtak Bangla

২ টাকার আমিষ রেসিপি, মাছ-মাংসকে হেলায় টেক্কা দেয়

অনেকেই আমিষ খাবার ছাড়া খেতে পরেন না। হয়তো হাতে অর্থ কম। কিংবা হাতের কাছে সুযোগ নেই। তাদের জন্য দারুণ রেসিপি রসুন ভর্তা। দারুণ স্বাদ।

রসুনের ভর্তা বাঙালির প্রিয়: সহজ উপকরণে তৈরি, স্বাদে অনন্য এই ভর্তা এক প্লেট সাদা ভাতেই স্বর্গ এনে দেয়।

উপকরণ সহজলভ্য: রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, সর্ষের তেল, ধনেপাতা, লেবুর রস ও নুন।

প্রথম ধাপ: সর্ষের তেলে শুকনো লঙ্কা ভেজে নিন সুগন্ধ ছড়ানোর জন্য।

রসুন ভাজা: সেই তেলেই রসুন লালচে হওয়া পর্যন্ত ভেজে তুলুন।

পেঁয়াজের পালা: রসুনের পরে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিন।

চটকে নেওয়া: ভাজা রসুন ও লঙ্কা আলাদা করে চটকে নিন হাতে বা হামানদিস্তায়।

মিশ্রণ প্রস্তুত: ভাজা পেঁয়াজ, নুন, ধনেপাতা ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন ভর্তার চূড়ান্ত রূপ।

স্বাদের ভারসাম্য: নুনের পরিমাণ ঠিক আছে কি না যাচাই করুন।

প্লেটিং টিপস: সাদা ভাতের ওপরে সামান্য ঘি, আর পাশে রসুন ভর্তা পরিবেশন করলেই জমে উঠবে খাওয়া।

গন্ধেই প্রেম: এই ভর্তার ঘ্রাণে প্রথম গ্রাসের আগেই প্রেমে পড়ে যাবেন খেয়েই দেখুন।