9 September, 2024

BY- Aajtak Bangla

মাত্র ৪ হাজার টাকায় দার্জিলিঙে থাকা-খাওয়া-ঘোরা, রইল ট্যুর প্ল্যান

মাত্র ৪ হাজার টাকায় দার্জিলিঙে থাকা-খাওয়া-ঘোরা, রইল ট্যুর প্ল্যান

পুজো আসছে। অনেকেই প্ল্যান করেছেন দার্জিলিং বেড়াতে যাবেন। পুজো মেটার পরেও ঘোরার মরসুম চলবে।

কিন্তু জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে, তাতে অনেক মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবার ইচ্ছে থাকলেও বেড়াতে যাওয়ার আগে দু বার ভাবছেন।

তাই অত্যন্ত কম খরচে দার্জিলিং ঘোরার ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা করা যাক।

কম খরচেও দার্জিলিং ঘুরে দেখা যায়। মাথাপিছু ৪ থেকে ৫ হাজার টাকা খরচ করলেই আপনি দু'রাত্রি তিন দিনে দার্জিলিং ঘুরতে পারবেন।

সস্তায় উত্তরবঙ্গ যেতে হলে ট্রেনের স্লিপার কামরাই উপযোগী। শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনের স্লিপার কামরায় উঠে পড়ুন।

নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ভুলেও কোনও প্রাইভেট গাড়ি বুক করবেন না। টোটো ধরে চলে যান তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে।

এখান থেকে মাত্র ১০০ টাকা খরচ করে বাসে চেপে পৌঁছে যান দার্জিলিং।

দার্জিলিং পৌঁছে সরকারি লজ বা হোটেলে থাকতে পারেন। প্রতিদিন মাথাপিছু ৮০০ থেকে ১৫০০ টাকা খরচ হবে।

ম্যালের কাছে হোটেলগুলোর ভাড়া বেশি। ম্যাল থেকে একটু দূরে থাকার জন্য হোম স্টে খুঁজে নিন।

দার্জিলিংয়ের ম্যালের স্ট্রিট ফুডের স্বাদ নিন। ছোটখাটো রেস্তোরাঁতেও যেতে পারেন। খরচ কম হবে।

টাইগার হিল, মহাকাল মন্দির, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, হিমালয়ান জুলজিক্যাল পার্ক ইত্যাদি জায়গা ঘুরে দেখার জন্য ট্যাক্সি বা গাড়ি বুক করে নিতে পারেন।