26 September, 2023

BY- Aajtak Bangla

৫০০-১০০০ টাকায় পেতে পারেন দারুণ জিনস, কোথায়?

৫০০-১০০০ টাকায় পেতে পারেন দারুণ জিনস, কোথায়?

পুজো শুরু হতে খুব বেশিদিন বাকি নেই। কেনাকাটাও চলছে জোর কদমে। পুজোয় জিনস কেনার পরিকল্পনা থাকে প্রায় সকলেরই।

তবে জিনস কিনতে গেলে খরচ করতে হয় অন্তত ২ থেকে ৩ হাজার টাকা। ৫০০ বা ৬০০ টাকায় যে সব জিন্স পাওয়া যায় তার কোয়ালিটি ভাল হয় না।

সবসময় দামি জিনস কেনার বাজেটও থাকে না। ফলে সমস্যায় পড়তে হয়।

কলকাতা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু সস্তায়ও জিনস পাওয়া যায়।

এই প্রতিবেদনে আমরা সন্ধান দেব সেই সমস্ত মার্কেটের, যেখান থেকে আপনি সস্তায় জিনস পেতে পারেন।

পুজোয় পাইকারি দরে ভাল মানের জিনস কিনে নিতে পারেন দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার কারখানা থেকে।

এছাড়াও মেটিয়াবুরুজের ABM হাটে শনি-রবিবার পাওয়া যায় সস্তায় জিনস।

৫০০ টাকাতেই খুব ভাল কিনে নিতে পারবেন এখান থেকে।

এছাড়াও বিকে মার্কেট, এসপ্ল্যানেডে শ্রীরাম আর্কেডে খুব কম দামে ভাল জিন্স পাওয়া যায়।