BY- Aajtak Bangla
20 MARCH, 2025
চশমা, সানগ্লাস কেনার জন্য কাড়ি কাড়ি টাকা খরচ করেন? এ বার পকেটের খেয়াল রাখতে চাইলে সস্তায় কোথায় ভালো চমশা পাওয়া যায় তা জানা দরকার।
কলকাতায় এমন জায়গা রয়েছে যেখানে মাত্র ১০০-২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো ভালো চশমা।
এই জায়গাকে বলা হয় চশমা পট্টি। চশমার খনি বললেও ভুল বলা হবে না। ব্র্যান্ডেড থেকে নন-ব্র্যান্ডেন সব ধরনের চশমা বিভিন্ন দামে পাওয়া যায়।
সস্তায় চশমা ও সানগ্লাস পেতে চাইলে লালবাজারের কাছে বি.বি. গাঙ্গুলি স্ট্রিটের হোলসেল চশমা মার্কেটে যেতে পারেন।
সেখানে মাত্র ১৫ মিনিটে পাওয়ার দেওয়া চশমাও পেয়ে যাবেন হাতে। সেখানে শুধু চশমা, সানগ্লাসই নয়, পাওয়া যাবে রঙিন ও সাধারণ কন্টাক্ট লেন্স।
মেট্রোতে সেন্ট্রাল স্টপেজে নামতে হবে। সেখান থেকে কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন কলকাতার সস্তার চশমা মার্কেটে।
হাওড়া থেকে ওই মার্কেটে যেতে চাইলে টি-বোর্ড বা ডালহৌসি নেমে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন। কলেজ স্ট্রিট থেকে যেতে চাইলে ১০ মিনিটে হেঁটে পৌঁছে যাবেন।
ওই মার্কেটে চশমার ফ্রেম ১০০-১৫০ টাকা থেকে শুরু। বিভিন্ন ধরণের চশমার গ্লাসও ওখানে পাওয়া যাবে। ব্র্যান্ডেড চশমা পাওয়া যায় ৬০০-৭০০ টাকায়।