BY- Aajtak Bangla
20 November 2024
সম্পর্কে ভাঙা-গড়া থাকে। সম্পর্ক কোনও কোনও ক্ষেত্রে স্থায়ী হয়, কোনও কোনও ক্ষেত্রে হয় না।
তবে একজন ছেলে যখন একজন মেয়ের সম্পর্ক থেকে বেরোতে চায় তার কয়েকটা কারণ থাকে।
ছেলেদের সম্পর্ক থেকে বেরিয়ে আসার অন্যতম কারণ মানসিক অসন্তোষ। সম্পর্কে তৃপ্তি না পেলে ছেলেরা অন্য মেয়ের সঙ্গে মেশার চেষ্টা করে।
সঙ্গীর সঙ্গে ইগোর সমস্যা হলেও একজন ছেলে সম্পর্ক থেকে বেরিয়ে আসে কোনও কোনও ক্ষেত্রে।
কোনও কোনও ছেলে আবার প্রতারণা করে নিজের ইগোকে স্যাটিসফাই করে থাকে। তারা মনে করে প্রতারণা করে আত্মসম্মান বাড়ানো যায়। . .
কোনও কোনও সম্পর্কে উত্তেজনা প্রায় শেষ হয়ে যায়। তখন আর প্রেম থাকে না। . .
সেক্ষেত্রে একজন ছেলে বা মেয়ে চেষ্টা করেন সম্পর্ক থেকে বেরিয়ে নতুন কোনও সম্পর্কে জড়াতে।
ঘনিষ্ঠতা কমে যাওয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসার অন্যতম কারণ। যখন কোনও ছেলে দেখে ঘনিষ্ঠতার মধ্যে উত্তেজনা নেই তখন সে বেরিয়ে আসে কোনও কোনও ক্ষেত্রে।
তবে এই নিয়মগুলো শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য এমনটা মোটেও নয়। বিপরীত লিঙ্গের মানুষের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।