12 April, 2024

BY- Aajtak Bangla

সঙ্গী ঠকাচ্ছে?  মুখোশ টেনে খুলুন এই ৫ উপায়ে

অন্য কারও প্রতি আকৃষ্ট হয়েছেন আপনার সঙ্গী। তিনি কি আপনাকে ঠকাচ্ছেন? কীভাবে বুঝবেন সঙ্গী ঠকাচ্ছেন…

১. সঙ্গী আপনার থেকে দূরত্ব বাড়াতে শুরু করবেন আগেই। একটা ছাড়াছাড়াভাব তৈরি হবে তাঁর। আসতে শুরু করবে ভাবলেশহীনতা। তিনি গ্রহ্য করবেন না অনেককিছু।

২. তিনি লুকোচুরি শুরু করবেন আপনার সঙ্গে। অনেককিছু গোপন করতে শুরু করবেন আপনার থেকে। 

৩. ফোন করা কিংবা নিয়মিত যোগাযোগ রাখা বন্ধ করবেন তিনি। কথা দিয়ে কথা রাখা বন্ধ করবেন তিনি।

৪. মিথ্যা বলার প্রবণতা বাড়বে। ঘনঘন নিজের সঙ্গে সময় কাটানোর কথা বলবেন। 

৫. যে ফোন আগে লক করা থাকত না কিংবা ফোনের পাসওয়ার্ড আপনার কাছে গোপন করতেন না, হঠাৎ দেখবেন পাসওয়ার্ড কিংবা ফোন লক প্যাটার্ন পাল্টে গিয়েছে অবলীলায়।

এই সবকটিই সঙ্গীর অন্যত্র সম্পর্কে যাওয়ার এবং সেই সম্পর্ককে আপনার থেকে লুকিয়ে রাখার প্রাথমিক লক্ষণ। 

আপনাকে কৌশল পাল্টাতে হবে। তিনি বুনো ওল হলে, আপনাকে বাঘা তেঁতুল হতেই হবে!